শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

কলমাকান্দায় বালুর সাথে উত্তোলিত নুড়ি ও পাথরের নিলামের আগে বিক্ষোভ

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাহদেও নদী হতে বালুর সাথে উপজাত হিসেবে উত্তোলিত নুড়ি ও পাথরের নিলাম ডাক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে দুই ঘন্টা ব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে জব্দকৃত নুড়ি ও পাথরের নিলাম ডাক অনুষ্ঠিত হয়। এতে ২৬ জন আগ্রহী দরদাতা অংশগ্রহণ করেন এবং ৬০ লক্ষ ৫০ হাজার টাকা ডাক দিয়ে তুহিনময় বিশ্বাস সর্বোাচ্চ দরদাতা নির্বাচিত হন।

এদিকে সকাল ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের মহাদেও নদীর পাড়ে বসবাসকারী শতাধিকের বেশি উপজাতি ও বাঙ্গালী নারী-পুরুষ তাদের উত্তোলিত নুড়ি ও পাথর ফেরত পেতে বিক্ষোভ করেন। ঘন্টারও অধিক সময় উপজেলার নির্বাহী কর্র্মকর্তার কার্যালয়ের সামনে তারা অবস্থান করে প্রশাসনে কাছে দাবী জানান তাদের উত্তোলিত পাথর ফিরিয়ে দেওয়া হউক।

সন্তান-সন্তানি নিয়ে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। উজান থেকে পাহাড়ি ঢলে ভেসে আসা মহাদেও নদী থেকে নুড়ি ও পাথর উত্তোলনকারী শ্রমজীবি নারী-পুরুষেরা এসকল দাবী উত্থাপন করেন।

উপজেলার মহাদেও নদীতে হতে এলাকার শ্রমজীবি নারী ও পুরুষেরা এ সকল নুড়ি ও পাথর সংগ্রহ করে। তারা অন্যত্র বিক্রির আশায় এক জায়গায় জমা করে রাখেন। পরে গত ১৮ নভেম্বর জেলা প্রশাসনের নির্দেশনায় গত শুক্রবার উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অমিত রায় অভিযান পরিচালনা করে এসকল নুড়ি ও পাথর জব্দ করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ