কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার কলমাকান্দায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী ওপেন হাউজ ডে অনুিষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে কলমাকান্দা থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বরে নানা শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস।
এ সময় কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিমএম মাহমুদুল হকের সভাপতিত্বে ও সহকারি পরিদর্শক (এস,আই) নজরুল ইসলামের পরিচালনায বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খাঁন, জেলা পরিষদের সদস্য ইদ্দিস আলী তালুকদার, নাজিরপুর সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, সদর ইউপির চেয়ারম্যান শেখ গোলাম মৌলা, ব্যবসায়ী হাজী জহিরুল ইসলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, শ্রমিক নেতা সবি রঞ্জন সাহা, পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ তাদের সমস্যা তুলে ধরলে কলমাকান্দা পুলিশ সকলের সহযোগিতায় এ সকল সমস্যার সমাধানসহ মাদক ও জঙ্গিমুক্ত কলমাকান্দা মডেল থানা গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।