শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

৯৯৯ কল করে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ৩ মাসের কারাদন্ড

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৯৯৯ কল করে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা। এ ঘটনায় শুভ্র সাহা কর্মকারকে (২৪) তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়।

রবিবার এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ওসি এ.টি.এম. মাহমুমুদল হক। শুভ্র সাহা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামের মৃত শম্ভু সাহা কর্মকারের ছেলে।

জানা যায়, শুভ্র সাহা প্রায় সময় মাদক সেবন করত এবং মাদকের টাকার জন্য সংসারে অশান্তি সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র ভাঙা সহ তছনিছ করে আসছিল। অবশেষে ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে মা পার্বতী সাহা বাধ্য হয়ে শনিবার ৯৯৯ লাইনে ফোন করেন।

পুলিশ শুভ্রকে আটক করে নিয়ে আসলে ওই দিন সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অমিত রায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

কলমাকান্দা থানার ওসি এ.টি.এম. মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, শুভ্র সাহা কর্মকারের মা পার্বতী সাহা ৯৯৯ ফোন করলে তার মাদকাসক্ত ছেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপার্দ করা হয়।

ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ