পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফলাফল সঠিক নয় দাবি করে প্রকাশিত ফল চ্যালেঞ্জ করে আগামী সোমবারই (০৯ নভেম্বর) আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (০৬ নভেম্বর) বিভিন্ন সংবাদমাধ্যম ও জরিপ সংস্থার পূর্বাভাস অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেনসিলভানিয়া জিতে ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করার কিছু সময় পর ট্রাম্পের আইনজীবী রুডি গিলানি বলেছেন, ‘আমরা যে সংখ্যক ভোটে এগিয়েছিলাম, তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না।
নির্বাচনের রাত থেকেই ডোনাল্ড ট্রাম্প ভোট গণনার বৈধতা চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন তিনিই নির্বাচনে বিজয়ী হয়েছেন।
নির্বাচনী কর্মকর্তারা বারবার বলছেন, কোনরকম ভোট জালিয়াতির কোন তথ্যপ্রমাণ নেই।
বাইডেনের এ জয় যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়েছে। সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ইতিহাস তার দখলেই।
এছাড়া এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট অর্জন করার ইতিহাসও সৃষ্টি করেছেন ৭৭ বছর বয়সী এই প্রবীণ ডেমোক্র্যাট।
১৯৯২ সালে জর্জ এইচডব্লিউ বুশের পর কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসতে না পারার রেকর্ড এখন ট্রাম্পের। সূত্র: বিবিসি বাংলা।