শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

পক্ষাঘাতগ্রস্ত হয়েও মার্কিন নির্বাচনে ইতিহাস গড়েছেন ২৫ বছরের ম্যাডিসন

২৫ বছর ম্যাডিসন কাউথর্ন মার্কিন কংগ্রেসে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রেকর্ডের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সংবাদমাধ্যমটির মতে, নর্থ ক্যারোলিনার ১১তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্রেট প্রার্থী মোয়ি ডেভিসকে হারাতে চলেছেন ম্যাডিসন। রাজনীতিতে ম্যাডিসন একেবারের নবীন এবং আদর্শে রক্ষণশীল। প্রাইমারিতে জয়ী হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তার প্রতি সমর্থন রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। ম্যাডিসন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও অনুপ্রেরণাদায়ী বক্তা। ২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হলেও এটি ম্যাডিসনের সফলতার পথে কাঁটা হতে পারেনি।

এর আগে নিউ ইয়র্কের ডেমোক্রেট আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ২০১৮ সালে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তার বয়স ছিল ২৯ বছর ২ মাস ২২ দিন। আধুনিক সময়ে তিনিই প্রতিনিধি পরিষদে নির্বাচিত সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলেন এতদিন। এবার তার রেকর্ড ভেঙে দিতে চলেছেন ম্যাডিসন।

এর আগে ১৭৯৭ সালে ২২ বছর বয়সে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন উইলিয়াম চার্লস কোল। প্রতিনিধি পরিষদে নির্বাচিত হতে হলে সর্বনিম্ন ২৫ বছর বয়সী হতে হয়। তবে ব্যতিক্রম ছিলেন টেনেসি অঙ্গরাজ্যের উইলিয়াম।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ