শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

চকোরিয়ায় উইডু – এনআরপি প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেসরকারী সংস্থা ‘ উইমেন্স এনভাইরনমেন্ট ডেভলাপমেন্ট অর্গাানাইজশন (উইডু) কর্তৃক পরিচালিত ‘এনহেন্স রেজিলিয়েন্স অব ডিজাস্টার ভালনারেবল উইমেন বাই স্ট্রেনদেনিং নলেজ এন্ড প্রোমটিং রেজিলিয়েন্ট এন্ড এমপাওয়ারিং লাইভলিহুড প্রকল্পের’ উদ্যোগে দুর্যোগপ্রবণ কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ও কাকারা ইউনিয়নের মোট ৫২৪ জন দরিদ্র নারীদের দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি, নারী নেতৃত্ব এবং বিকল্প আয় সৃষ্টির লক্ষ্যে কেচোঁ সার উৎপাদন ও বাজারজাত করন এবং মাশরুম চাষ বিষয়ক ১৭ ব্যাচ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রতিটি ব্যাচে ৩০ জন করে নারী অংশগ্রহন করেনে। ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর ২০২০ সংশ্লিস্ট ইউনিয়ন পরিষদ ও পরিষদের বাইরে সুবিধাজনক স্থান সমুহে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ গুলো অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণগুলো পরিচালনার জন্য ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম এনআরপি বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ইউএন ওমেন যৌথভাবে কারিগড়ি এবং আর্থিক সহয়তা প্রদান করছে।

smart

চকোরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব হাবিবা জাহান এবং কাকারা এবং সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যানগন প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেন। উইডু’র সুদক্ষ প্রশিক্ষক টিম কর্তৃক প্রশিক্ষণ পরিচালনা করা হয়। প্রশিক্ষণ সহায়ক জনাব মাসুদ রানা এবং প্রকল্পের ব্যাবস্থাপক জনাব এস এম রেজাউল হক প্রশিক্ষণের সার্বিক তত্বাবধান করেন।

উল্লেখ্য যে, প্রশিক্ষণ পরবর্তী সময়ে প্রতি উপকারভোগী প্রকল্প থেকে এককালীন ১৫০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগানোর পাশাপাশি তাদের নিজ নিজ বিকল্প আয়ের উৎস্য তৈরীর জন্য এই প্রদান করা হবে। ইতিমধ্যে সকলের পৃথক পৃথক ব্যাংক একাউন্ট খোলা সম্পন্ন হয়েছে। উক্ত অর্থ প্রত্যেকের ব্যাক্তিগত ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে, যাতে করে কোন রকম দূর্নীতির সুযোগ না থাকে। প্রকল্পের উপকারভোগীগণ এধরণের সহয়তা প্রদানের জন্য উইডু’র কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ