শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

ইভিএম পদ্ধতিতে পৌরসভা নির্বাচন ডিসেম্বরে

পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচন বেশ কটি ধাপে নেওয়া হতে পারে। প্রথম ধাপে কিছু পৌরসভায় ভোট গ্রহণ করা হবে আগামী ডিসেম্বরের শেষ নাগাদ। ভোট সম্পন্ন করা হবে আগামী মে মাসের মধ্যে। তবে কয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আজ সোমবার নির্বাচন কমিশনের (ইসি) এক সভা শেষে সিইসি কে এম নূরুল হুদা সাংবাদিকদের এসব সিদ্ধান্তের কথা জানান।

সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পৌরসভাসহ যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হবে সেসব প্রতিষ্ঠানে ডিসেম্বরের শেষ নাগাদ ভোট নেওয়া হবে। এই ধাপে ২০-২৫টি পৌরসভায় ভোট নেওয়া হতে পারে।’

সিইসি বলেন, ‘সব পৌর সভায় ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। তবে ইউনিয়ন বা উপজেলা পরিষদের সব নির্বাচন ইভিএমে করা সম্ভব হবে না। কিছু সংখ্যক নির্বাচন হয়তো ইভিএমে হবে। কয়েকটি ধাপে পৌর নির্বাচন করতে হবে। হয়তো পাঁচটি ধাপে হতে পারে। তবে কয় ধাপে হবে তা এখনো ঠিক হয়নি।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ