শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

৩ বছর বয়সে যৌন হেনস্তার শিকার ‘দঙ্গলকন্যা’

বলিউড অভিনেত্রী দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখ।সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলে আলোচনায় এসেছেন তিনি।

যৌন হেনস্তা প্রসঙ্গে ভারতের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ফাতিমা জানিয়েছেন, ”আমার বয়স তখন ৫ বছর, তখন আমাকে যৌন হেনস্তার শিকার হতে হয়, না, তিন বছর বয়স ছিল তখন (সংশোধন করে নিয়ে)। তারপর থেকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে। এটা শুধু আমার নয়, অনেক নারীকেই প্রতিনিয়ত এর সঙ্গে লড়াই চালাতে হয়। তাহলে বুঝতেই পারছেন, যৌন লালসা কখনও কখনও কত বড় সমস্যা হয়ে দাড়ায়।”

এছাড়া বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়েও বিস্ফোরক মন্তব্য করেন ফাতিমার ভাষ্য, ‘ইন্ডাস্টিতে অনেক মানুষেরই মুখোমুখি হয়েছি, যাঁরা আমাকে বলেছেন, যৌনতাই কাজ পাওয়ার একমাত্র উপায়। আমি অনেক কাজ হারিয়েছে, সেই কাজ অন্যরা পেয়ে গিয়েছে, সেটা যেকোনও কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা।’

তিনি আরও বলেন, ‘আমাকে অনেকেই বলেছেন, তুমি দীপিকা, ঐশ্বরিয়াদের মত দেখতে নও, তুমি কীভাবে নায়িকা হবে? এমন অনেক লোকই থাকবে যারা সবসময় পিছনের দিকে টানার চেষ্টা করবে। এখন যখন পিছনের দিকে তাকাই, তখন আমায় মনে হয়, সৌন্দর্যের মাপকাঠি হয়ত এটাই, আমি ওই তালিকার পড়ি না। তবে আমার মত সাধারণ দেখতে মেয়েদের নিয়েও সিনেমা হচ্ছে। তাই আমারও সুযোগ রয়েছে। ভারতের সর্বকালের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ছবির তালিকায় একেবারে প্রথম নামটি ‘দঙ্গল’। এই ছবিতেই গীতা ফোগাত রূপে দেখা দেন, আর কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন ফাতিমা সানা শেখ

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ