পাকিস্তানের বিপক্ষে গতকাল (শুক্রবার) ব্রেন্ডন টেইলর তার ক্যারিয়ারের ১৭তম শতক পূর্ন করলেন । কিন্তু তার এই শতক দলের হার কোনভাবেই আটকাতে পারেনি। কিন্তু সেই দুঃখ কিছুটা লাঘব করতে পারবেন তার রেকর্ডের পাতায় চোখ বুলালে। আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরিয়ানদের মধ্যে দেশের হয়ে সবার ওপরে এখন তার অবস্থান। সেই সুবাধে পেছনে ফেললেন যুক্তিতর্ক সাপেক্ষে জিম্বাবুয়ের সর্বকালের সেরা ব্যাটসম্যান অ্যান্ডি ফ্লাওয়ারকে।
দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হওয়ার পথে ২৯৮ ইনিংস খেলেন ব্রেন্ডন টেইলর। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইমাম উল হক (৫৮) এবং হারিস সোহেলের (৭১) কল্যাণে নির্ধারিত ওভার শেষে ২৮২ রান করে দলটি। জবাব দিতে নেমে ক্রিজে এসে সাবলীল খেলতে থাকেন টেইলর। শন আরভিন এবং মাধেভেরেকে নিয়ে দুটি জুটি গড়ে তোলেন।এরপর উইকেট পতনের ফলে দলকে আর জয় উপহার দিতে পারেননি। শেষ ২১ রানে ৬ ব্যাটসম্যানকে হারায় তারা। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন শাহিন শাহ আফ্রিদি এবং ওয়াহাব রিয়াজ। এই দুইজনের শিকার ৫ ও ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২৮২/৮ (৫০ ওভার)
ইমাম উল হক ৫৮, হারিস সোহেল ৭১
মুজারাবানি ৩৯/২, চিজোরো ৩১/২
জিম্বাবুয়ে: ২৫৫/১০ (৪৯.৪ ওভার)
টেইলর ১১২, মাধেভেরে ৫৫
শাহিন শাহ আফ্রিদি ৪৯/৫, ওয়াহাব রিয়াজ ৪১/৪
পাকিস্তান ২৬ রানে জয়ী। ম্যাচসেরা ব্রেন্ডন টেইলর।
ফ্লাওয়ারকে পেছনে ফেলে সবার ওপরে টেইলর
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।