শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

চীনে বৃদ্ধের চোখে জীবন্ত কৃমি

চোখের ব্যাথা নিয়ে বেশ কয়েক মাস ভুগছিলেন চীনের সুঝৌ প্রদেশের বাসিন্দা ওয়ান। কিন্তু প্রথমে তিনি মনে করেন ক্লান্ত বা অন্য কোনও সাধারণ কারণে এমন সমস্যা হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন পর্যবেক্ষণ করতেন, তখন তার মনে হতো চোখের ভেতর বেশ কিছু জিনিস যেন নড়াচড়া করছে।এর পরে স্থানীয় হাসপাতালে যান তিনি। আর তার পরই জানা যায় চোখে বাসা বেঁধেছে কৃমি।

চীনের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ডান চোখের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় ওয়ানের চোখে কৃমির বাসা। পরীক্ষা করার পর চিকিৎসকরা সেই কৃমি বের করার উদ্যোগ নেন। অপারেশন থিয়েটরে ওয়ানের চিকিৎসার গোটা পর্ব ক্যামেরাবন্দি হয়। যা সম্প্রতি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রাথমিকভাবে চোখ দেখে চিকিৎসক জানান, কৃমি বসবাস করছে তার চোখে। এরপর চিকিৎসক খুব দ্রুত অপারেশন করে চোখ থেকে বের করে আনেন প্রায় ২০টি জীবন্ত কৃমি। চিকিৎসকরা ওয়ানের সঙ্গে প্রথমবার কথা বলার সময় জানতে চান, তাঁর বাড়িতে কোনও পোষ্য রয়েছে কি না। ওয়ানের বাড়িতে কোনও পোষ্য না থাকলেও তিনি যেখানে ব্যায়াম করতে যান সেখানে কয়েকটি পশুর সঙ্গে অনেকটাই সময় কাটান।
চিকিৎসকদের বক্তব্য, কখনও কখনও পশুদের থেকেও কৃমি মানুষের শরীরে চলে আসে। আর ১৫-২০ দিনের মধ্যেই বংশ বিস্তার করে ফেলে। ওয়ানের ক্ষেত্রেও এমনটা হয়ে থাকতে পারে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ