শুক্রবার রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তিতে আগুন লগে। আগুনে দুইজন আহত হয়েছেন এ্বং পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান ও বসত ঘর। আহত আকতার হোসেন (১৯) ও আনোয়ার হোসেনকে (২১) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিক্যাল পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, চিকিংসকরা জানিয়েছেন, দগ্ধ দুই জনের শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে গেছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, কল্যাণপুর নতুনবাজার বস্তিতে রাত ১০টা ৩ মিনিটে আগুন লাগার খবরে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। ভয়াবহতা বাড়ায় একে একে মোট ১৩টি ইউনিট কাজ করে রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নতুনবাজার বস্তিতে আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতিটি পরিবারকে জরুরিভাবে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।