শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

ভিয়েতনামে টাইফুন ও ভূমিধ্বশে পঁচিশ জন নিহত

ভিয়েতনামে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন মোলাভের আঘাতের পর প্রবল বৃষ্টির কারনে ভূমিধসে
এপর্যন্ত ২৫ জন নিহত হয়েছে; নিখোঁজ হয়েছেন ৪০ জন।
বুধবার মধ্যাঞ্চলীয় প্রদেশ কুয়াং নামের বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে এই ঝড় আঘাত হানলে অন্তত ১৩ জন নিহত হন।
এছাড়াও ১২ মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের উদ্ধারে শত শত সেনা সদস্য ও ভারী যন্ত্র মোতায়েন করেছে ভিয়েতনাম। তবে টাইফুনের প্রভাবে খারাপ
আবহওয়ার মধ্যে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে বলে দেশটির সরকার জানিয়েছে।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ত্রিঞ্চ দিঞ্চ ডাং বলেন, আমরা কেবল ঝড়ের গতিপথ ও বৃষ্টির পরিমাণ নিয়ে পূর্বাভাস দিতে
পারি। কিন্তু কখন ভূমিধস হবে, তা নিয়ে কিছু বলার ক্ষমতা রাখি না। এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। বহু লোক কাদামটির নিচে
চাপা পড়েছে। তাদের উদ্ধারেও বেগ পেতে হচ্ছে।
অক্টোবরের শুরুর দিক থেকে ঝড়, ভারি বৃষ্টি ও বন্যার শিকার হচ্ছে ভিয়েতনাম; এতে ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
হয়েছে।
চলতি মাসে ভিয়েতনামে আঘাত হানা চতুর্থ ঝড় ‘মোলাভে’এই ঝড়ের কারণে কর্তৃপক্ষ ৩ লাখ ৭৫ হাজার লোককে নিরাপদ
স্থানে সরাতে বাধ্য হয়। ঝড়টি ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে বয়ে এসে দানাং এর দক্ষিণাঞ্চলে আঘাত হানে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ