শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

করোনাভাইরাসে আক্রান্ত এমপি জাহিরকে সিএমএইচে স্থানান্তর

বুধবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ-৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় সেনাবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্স। তার সাথে সেনাবাহিনীর মেজর ডা. আশরাফুল, সংসদ সদস্যের ছোট ভাই বদরুল আলম এবং এমপির ব্যক্তিগত সহকারী সুদীপ দাস রয়েছেন। আইনজীবী আবু জাহির হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, লাখাই এলাকা নিয়ে গঠিত হবিগঞ্জ- ৩ জাতীয় সংসদের আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি। গত ২৫ অক্টোবর এমপি আবু জাহির করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে পরদিন তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর তিনি তার বাসভবনেই হোম আইসোলেশনে ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গতকাল রাতেই তাঁকে সিএমএইচ পাঠানোর সিদ্ধান্ত নেয় পরিবার। “পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।” এ পর্যন্ত হবিগঞ্জে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন ১ হাজার ৮০৫ জন। তাঁর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১৬ জন। এই জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬ জন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ