শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

শর্ত সাপেক্ষে জামিন পেলেন টোকন ঠাকুর

কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে বিচারিক আদালতে হাজির হওয়ার শর্তে জামিন দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান সোমবার শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এদিন নিউমার্কেট থানা পুলিশ টোকন ঠাকুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। টোকন ঠাকুরের পক্ষে আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস ও পারভেজ হাশেম জামিন প্রার্থনা করে বলেন, এ মামলা সবগুলো ধারায় জামিনযোগ্য। সোমবার জামিন পেলে আসামি মঙ্গলবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন। এ সময় রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আজ আদালতে হাজির হওয়ার শর্তে তার জামিনের আদেশ দেন বিচারক। এর আগে রোববার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

একটি সূত্র জানায়, সরকারি পাওনা আদায়ে অর্থ ঋণ আদালতের একটি মামলায় ৩ অক্টোবর টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

টোকন ঠাকুর ২০১৩ সালে শহীদুল জহিরের গল্প ‘কাঁটা’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান। অনুদানের ৩৫ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নিলেও ওই চলচ্চিত্রের কাজ শেষ করেননি তিনি। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয় টোকন ঠাকুরের বিরুদ্ধে মামলা করে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ