শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

দেশে দুর্বৃত্তদের রাজত্ব চলছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশের সর্বত্র দুর্বৃত্তদের রাজত্ব চলছে। ক্ষমতাসীন দলের গুণ্ডা-পাণ্ডাদের অবৈধ ক্ষমতার দম্ভের কাছে দেশের কারো সম্মানই আজ নিরাপদ নয়। ক্ষমতার দাপটে তারা আজ ধরাকে সরা জ্ঞান করছে।

আজ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের আমির বলেন, দেশবাসী দেখতে চায় এমন একটি জঘন্য ঘটনার পর রাষ্ট্র কী উদ্যোগ গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মাওলানা ইউনুছ আহমদ, খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, আশরাফুল আলম, মাওলানা আহমাদ আবদুল কাইয়ূুম প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ