Home খেলাধুলা কনিষ্ঠতম নারী হিসেবে ফরাসি ওপেন জিতলেন এই টেনিস তারকা

কনিষ্ঠতম নারী হিসেবে ফরাসি ওপেন জিতলেন এই টেনিস তারকা

বয়স মাত্র ১৯ বছর। আর এই বয়সেই গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেন পোল্যান্ডের ইগা সোয়াইতেক। প্যারিসে অনুষ্ঠিত ফরাসি ওপেনের ফাইনালে হারালেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই সোফিয়া কেনিনকে। একই সঙ্গে একাধিক রেকর্ডও গড়লেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের

পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি ১৯৯২ সালের পর কনিষ্ঠতম নারী খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেন জেতারও নজির গড়লেন। বলতে গেলে প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিলেন তিনি। খেলার ফল সোয়াইতেকের পক্ষে ৬–৪, ৬–১।

ডব্লিউটিএ র‌্যাংকিংয়ে ৫৪ নম্বরে থাকা সোয়াইতেকের এটি দ্বিতীয় ফরাসি ওপেন ছিল। গতবছর চতুর্থ রাউন্ডেই বিদায় নিয়েছিলেন জুনিয়র উইম্বলডন জয়ী এই টেনিস খেলোয়াড়।

 

কিন্তু এবারে যেন তার অন্যরূপ। টুর্নামেন্টের প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিলেন তিনি। এদিনও ম্যাচে বিপক্ষকে মাথা তুলেও দাঁড়াতে দেননি। প্রথম সেটে সোফিয়া কিছুটা লড়াই করলেও দ্বিতীয় সেটে সোয়াইতেকের সামনে এক প্রকার হার স্বীকার করে নেন।

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security