Home Lead News বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত

বাংলাদেশে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত

অনুমান ছিল, প্রতীক্ষা ছিল। অবশেষে সবুজ সংকেত মিলল। ভারত থেকে ২৫ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ডিরেক্টরেট অফ ফরেন ট্রেডস। শনিবার থেকেই বাংলাদেশে পেঁয়াজ যাবে ট্রাকে ও চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। বাংলাদেশ সরকার বৃহস্পতিবার ভারত সরকারকে চিঠি পাঠিয়ে ভারতের এই একতরফা সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানায়। চিঠিতে ২০১৯-২০ সালের সমঝোতার কথা উল্লেখ ছিল। বলা হয়েছিল, রপ্তানি বন্ধ করাটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু, বন্ধ করার আগে দু’ দেশ দু’ দেশকেই জানাতে বাধ্য থাকবে।

পেঁয়াজ রপ্তানি যে ১৪ই সেপ্টেম্বর থেকে বন্ধ থাকছে তা ভারত বাংলাদেশকে জানায়নি। বাংলাদেশের দাবির যথার্থতা নিয়ে শুক্রবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এবং ডিরেক্টরেট অফ ফরেন ট্রেডস একটি বৈঠকে বসে এবং সেখানেই বাংলাদেশে পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার পর বাংলাদেশে দেশি পেঁয়াজের দর সেঞ্চুরি ছোঁয়। হাইব্রিড পেঁয়াজের দাম হয় ৮০ টাকা কিলো। মজুত করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ৭০ টাকা কিলো দরে। শনিবার ভারতীয় পেঁয়াজ আসার সঙ্গে সঙ্গে দরে কিছুটা স্থিতিশীলতা আসবে বলে অনুমান।

Exit mobile version
x
This Site Is Protected By
Shield Security