শনিবার, এপ্রিল ২০, ২০২৪

করোনার মধ্যেও বিএনপির ওপর নির্যাতনের কোনো কমতি নেই -মির্জা ফখরুল

যা যা মিস করেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘করোনাভাইরাস নিয়ে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিয়েও বিরোধী দলের (বিএনপি) ওপর গণবিরোধী সরকারের নির্যাতনের মাত্রার কোনো কমতি নেই, বরং তা আরও বৃদ্ধি পেয়েছে।’

বুধবার (১৮ মার্চ) বিএনপির সহ-দফতর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশবাসী এখন এক অত্যাচারী ও নিপীড়ক সরকারের বর্বর শাসনে অসহায় হয়ে পড়েছে। জনগণের কাছে জবাবদিহিতাহীন ভোটারবিহীন সরকারের প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ ভীত-সন্ত্রস্ত।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে বলেন, ‘আওয়ামী সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা সারাদেশকে নরক রাজ্যে পরিণত করেছে। ক্ষমতাসীন হওয়ার পর থেকে সরকারের প্রশাসন ও সন্ত্রাসীরা দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর যে হামলা চালিয়ে আসছে আজ সারিয়াকান্দিতে নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা তারই নগ্ন প্রকাশ।’

বিএনপির এ নেতা বলেন, ‘বিনা ভোটের নির্বাচনে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীসহ দলীয় সন্ত্রাসীদের কাজে লাগিয়ে সম্পূর্ণ পেশীশক্তির জোরে দেশ চালাতে গিয়ে বর্তমান শাসকগোষ্ঠী বর্বর, হিংস্র ও সম্পূর্ণ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। নিজেদের পছন্দমতো লোক দিয়ে সাজানো প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার এবং দলীয় ক্যাডারদের দিয়ে সন্ত্রাস সৃষ্টি করেই ক্ষমতা ধরে রাখার কৌশল গ্রহণ করেছে তারা।’

অবিলম্বে জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ নেতাকর্মীদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি। তিনি হামলায় গুরুতর আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।

 

সূত্র: জাগো নিউজ

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security