শনিবার, এপ্রিল ১৩, ২০২৪

খুলনার রাস্তায় সংকট কমাতে দ্বিতলবাস

যা যা মিস করেছেন

খুলনা মহানগরীতে গণপরিবহন সংকট নিরসনে পাঁচটি দ্বিতল বাস নামানো হয়েছে। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (১০ জুন) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দ্বিতল বাসগুলোর যাত্রা শুরু হয়েছে।

new double daker in khulna the mail bd

জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দ্বিতল বাসের যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, জেলা প্রশাসক মো. নাজমুল আহসান, খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বাসগুলো নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে পিটিআই, রয়েল মোড়, ফেরিঘাট, পাওয়ার হাউস মোড়, জোড়াগেট, দৌলতপুর, ফুলবাড়ি গেট হয়ে ফুলতলা পর্যন্ত চলাচল করবে।

ইজিবাইক সমস্যা সমাধানে প্রথম পর্যায়ে নগরীতে ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজারে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় গণপরিবহনের সংকট যাতে না হয়, সেজন্য বিআরটিসির পক্ষ থেকে পাঁচটি দ্বিতল বাস দেওয়া হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসান বাংলানিউজকে বলেন, বাসগুলো রূপসা-ফুলতলা জনপ্রতি মাত্র ত্রিশ টাকায় চলাচল করবে। এছাড়া এক স্টেশন থেকে অন্য স্টেশনে জনপ্রতি যাত্রী ভাড়া ৫ টাকা। বাসগুলো ২০ থেকে ২৫ মিনিট পরপর নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে।

তিনি জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলক এ ৫টি বাস চলবে। যাত্রীসংখ্যা সন্তোষজনক হলে পরবর্তীতে আরও ৫টি বাস নামানো হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security