বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

বিশ্বে সবচে দূষিত ১০ শহরের ৪টি ভারতে

যা যা মিস করেছেন

বিশ্বের যে ১০টি শহরের বায়ু সবচে দূষিত সেগুলোর মধ্যে চারটিরই অবস্থান ভারতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।

polluted city of India

ডব্লিউএইচও’র তালিকায় সবচে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে ইরানের জাবল। তালিকায় এরপর স্থান পেয়েছে ভারতের গোয়ালিয়র এবং এলাহাবাদ শহর।

এরপর স্থান পেয়েছে সৌদি আরবের দুটি শহর রাজধানী রিয়াদ এবং আল জুবেইল।

আর তারপরই রয়েছে ভারতের আরও দুটি শহর পাটনা ও রায়পুর। ভারতের রাজধানী দিল্লি দূষিত শহরগুলোর মধ্যে ১১তম স্থানে রয়েছে।

ক্ষুদ্র বস্তুকণা বাতাসে মিশে থাকার কারণে শ্বাস-প্রশ্বাসের সঙ্গে সেসব মানবদেহে প্রবেশ করে স্ট্রোক, হৃদরোগ, পাকস্থলীর ক্যান্সারসহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়।

ডব্লিউএইচও বলছে, বিশ্বে ৭০ লাখেরও বেশি অকালমৃত্যুর জন্য বায়ুদূষণ দায়ী। ডব্লিউএইচও এক গবেষণায় বিশ্বের ১০৩টি দেশের ৩ হাজার শহর ও গ্রামে বায়ুর মান পরীক্ষা করেছে।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশগুলোর সরকারি প্রতিবেদন এবং অন্যান্য মাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security