শুক্রবার, এপ্রিল ১২, ২০২৪

অপরিশোধিত লবন দিয়ে মুড়ি, ৩ কারখানার জরিমানা

যা যা মিস করেছেন

মুড়ি তৈরিতে অপরিশোধিত লবণ ব্যবহার করায় চট্টগ্রামে তিনটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

Muri the mail bd
বৃহস্পতিবার দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে কারখানাগুলোয় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পশুর চামড়া সংরক্ষণে যে লবণ ব্যবহার করা হয়, একই ধরনের লবণে মুড়ি করছিল কারখানা তিনটি।

“মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লবণ দিয়ে মুড়ি উৎপাদন করায় তিন কারখানাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।”

এদিকে নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরে নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত মূল্য তালিকা না টাঙ্গানো এবং বেশি দামে সবজি বিক্রি করায় আটটি দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ।

একই অভিযোগে নগরীর আগ্রাবাদে কর্ণফুলি মার্কেট কাঁচাবাজারের ১১টি দোকানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম।

নগরীর কর্ণেল হাট কাঁচাবাজারেও অতিরিক্ত মুনাফা করার অপরাধে পাঁচ দোকানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security