বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী

যা যা মিস করেছেন

সমাধিস্থলে দোয়া-মোনাজাতে অংশ নেন খালেদা জিয়াসহ উপস্থিত নেতারা। জাতীয়তাবাদী ওলামা দল দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য,সহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে সমাধি প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন। এরপর ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করবেন তিনি।

৩০ মে থেকে ১ জুন পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। এদিকে, রাজধানীতে খাবার বিতরণকালে খালেদা জিয়ার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর আবেদন করেছে নগর বিএনপি।

জিয়ার মাজারে ড্যাবের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে মানিক মিয়া এভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠের সামনে থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি শুরু করবেন খালেদা জিয়া।

এরপর মোহাম্মদপুর টাউন হল, ধানমণ্ডি হয়ে হাইকোর্ট, জজকোর্ট, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও মির্জা আব্বাসের বাড়ির সামনে খাবার বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ করবেন বেগম জিয়া।

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী সোমবার (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security