সারাদিন কাঠফাটা রোদ আর সেই সাথে সারাদিন বাইরের ধুলাবালি।রোদের তাপ সৌন্দর্যকে অনেকটা মলিন করে দেয়। কবে এক্ষেত্রে রোদ ও ধুলাবালি থেকে রক্ষা পেতে একটা উপকারী বস্তু হচ্ছে সানগ্লাস।
এটি যেমন রোদ ও ধুলাবালি থেকে চোখকে রক্ষা করে সেই সাথে ফ্যাশনেও অনেক গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। আজকাল কম বয়সী ছেলেমেয়ে থেকে শুরু করে মধ্যবয়সী মানুষেরাও বিভিন্ন ধরনের সানগ্লাস ব্যাবহার করে থাকে। আর ফ্যাশনের সাথে তাল মিলিয়ে এখন সানগ্লাস এর ধরন, রঙ সব বদলে গেছে। পোশাকের ভিন্নতার ওপর নির্ভর করে একন ভিন্ন হচ্ছে সানগ্লাস এর রঙ ও ধরন। তবে কোন ধরনের মুখের গড়নের সাথে কোন শেপ এর সানগ্লাস ভালো লাগবে তা পুরোপুরি নির্ভর করে একেকজনের নিজস্ব রুচির উপর। তাই আমরা জানব মুখের গড়ন, পোশাক ভিন্নতার সাথে কোন ধরনের শেপ ও রঙের সানগ্লাস ভালো লাগবে।
আজকাল প্রায় সব বয়সের মানুষেরাই সানগ্লাস ব্যাবহার করে থাকে। তবে এখন সানগ্লাস আর শুধু কালো বাদামী রঙ্গেরি সীমাবদ