মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

কাওরান বাজারে উচ্ছেদ অভিযান

যা যা মিস করেছেন

Kawran bazar the mail bd

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবৈধ স্থাপনাসহ কাঁচামালের দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

উচ্ছেদের সময় ব্যবসায়ী ও দোকানদারদের বাধার মুখে পড়ে রাজউক। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন ওই এলাকায় উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ের সামনে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে সার্ক ফোয়ারা থেকে ফার্মগেট পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

শ্রমিক বিক্ষোভে রাজধানীর সবচেয়ে ব্যস্ততম সড়ক কাজী নজরুল ইসলাম এভিনিউতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সড়ক অবরোধের ঘটনা ঘটে।

দুপুরা ২টার দিকে তেজগাঁও থানার ওসি জানান, উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ওয়াজিউর রহমানের নেতৃত্বে কারওয়ান বাজারে উচ্ছেদে অভিযান চলে।

এর প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেয়া হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানান ওসি।

ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, উচ্ছেদ প্রক্রিয়া সিটি করপোরেশন থেকে তাদের কোনো নোটিশ দেয়া হয়নি। বিনা নোটিশেই তাদের উচ্ছেদ করা হচ্ছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সিটি করপোরেশন কর্মকর্তারা এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।

তাদের দাবি, কারওয়ান বাজারের কিচেন মার্কেট সংলগ্ন একটি সড়ক দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করছে কিছু ব্যবসায়ী।

ছয় মাস আগে থেকেই তাদের সড়ক ছেড়ে মহাখালীতে তাদের জন্য নির্মিত কাঁচা বাজারে যেতে বলা হয়েছে।

বারবার বলা হলেও তারা সেখানে যায়নি। তাই বাধ্য হয়েই সিটি করপোরেশনকে উচ্ছেদ অভিযান চালাতে হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশানের প্রধান সম্পত্তি কর্মকর্তা জানিয়েছেন, প্রত্যেক সপ্তাহে এমন অভিযান চলবে।

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security