রবিবার, এপ্রিল ১৪, ২০২৪

কেরানীগঞ্জে কেন্দ্রের বাইরে গোলাগুলিতে শিশুর প্রাণহানি

যা যা মিস করেছেন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঢাকার কেরানীগঞ্জে এক কেন্দ্রের বাইরে দুই পক্ষের গোলাগুলি চলাকালীন দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

keraniganj the mail bd

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হযরতপুর ইউনিয়নের মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান জানান।

নিহত শিশুটির নাম শুভ ঘোষ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হযরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আয়নাল হোসেন, বিএনপির প্রার্থী নুরুল হক রিপন।

কেরানীগঞ্জ পুলিশের এস আই মনিরুজ্জামান বলেন, “কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের গুলিতে শিশুটি আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।”

রিটার্নিং কর্মকর্তা শাহজাহান আলী বলেন, “কেন্দ্রের ভেতরে কোনো সমস্যা হয়নি। ভোট চলছে। প্রিজাইডিং অফিসারের কাছে জেনেছি, বাইরে সংঘর্ষের মধ্যে এক শিশু মারা গেছে।”

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দেশের ৬৩৯টি ইউপিতে এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ হচ্ছে। তফসিল ঘোষণার পর থেকে গত দেড় মাসে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অন্তত দুই ডজন লোকের প্রাণহানি ঘটেছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security