মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

‘ভাত দে হারামজাদা’খ্যাত কবি রফিক আজাদ আর নেই

যা যা মিস করেছেন

বাংলা সাহত্যিরে কবি রফকি আজাদ আর নইে (ইন্না লল্লিাহি..রাজউিন)। শনবিার দুপুর ২টা ১০ মনিটিে রাজধানীর বঙ্গবন্ধু শখে মুজবি মডেকিলে বশ্বিবদ্যিালয়রে নবিড়ি র্পযবক্ষেণ কন্দ্রেে (আইসইিউ) শষে নিঃশ্বাস ত্যাগ করছেনে তিনি।

Rafiq Azad the mail bd
কবি রফকি আজাদ

শনবিার দুপুরে চকিৎিসকরা এই কবরি মৃত্যু ঘোষণা করনে বলে তার স্ত্রী অধ্যাপক দলিারা হাফজি এ তথ্য নশ্চিতি করছেনে।এর আগে তনিি গত ফব্রেুয়ারি থকেে ওই হাসপাতালরে নবিড়ি র্পযবক্ষেণ কন্দ্রেে (আইসইিউ) লাইফ সার্পোটে ছলিনে।
একুশে পদক ও বাংলা একাডমেি পুরস্কারজয়ী এই কবরি বয়স হয়ছেলি ৭৪ বছর।

গত জানুয়ারিতে রফিক আজাদের ‘ব্রেইন স্ট্রোক’ হলে তাকে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়েছিল।  সেখান থেকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে।  এরপর তাকে আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী রফিক আজাদ বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security