মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ইস্কাটনে জোড়া খুনে সাংসদপুত্র রনির বিচার শুরু

যা যা মিস করেছেন

Rony the mail bd

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন আগামী ১১ এপ্রিল ধার্য করেছেন আদালত।

আজ রোববার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুন্নাহার এই মামলায় অভিযোগ গঠন করে এ দিন ধার্য করেন।  এর মধ্য দিয়ে এ মামলার বিচার কার্যক্রম শুরু হলো।

একই সঙ্গে আসামি রনি মামলা থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করেছিলেন, তা নাকচ করে দেন বিচারক।

এর আগে আসামি রনিকে সকালে আদালতে হাজির করা হয়।  তিনি নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার প্রার্থনা করেন।

আদালতে আসামিরপক্ষে ছিলেন- আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু।  আর রাষ্ট্রপক্ষের ছিলেন এস এম জাহিদ সরদার।

বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে।

গত বছরের ১৩ এপ্রিল গভীর রাতে রাজধানীর নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন।  এতে রিকশাচালক হাকিম ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন।  পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।

এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ওই বছরের ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ২৪ মে মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে।  ২১ জুলাই তাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবির এসআই।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security