রবিবার, এপ্রিল ২১, ২০২৪

অস্কার ২০১৬ বিজয়ীর তালিকা

যা যা মিস করেছেন

বরাবরের মতোই লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল বিনোদন জগতে বছরের সবচেয়ে প্রতীক্ষিত আসর। ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্সে অবশেষে লিওনার্দো ডি ক্যাপ্রিওর হাতে অস্কার উঠেছে, সেরা নির্মাতা হয়েছেন গতবারও একই বিভাগে অস্কারজয়ী আলেহান্দ্রো গনজালেস ইনারিতু।

oscar 2016 the mail bd

এবার এক নজরে দেখে নেয়া যাক কে কোন বিভাগে সেরা:

সেরা চলচ্চিত্র: স্পটলাইট

সেরা অভিনেতা: লিওনার্দো ডি ক্যাপ্রিও ( দ্য রেভনেন্ট)

সেরা অভিনেত্রী: ব্রি লার্সন (রুম)

সেরা পরিচালক: আলেহান্দ্রো গনজালেস ইনারিতু (দ্য রেভনেন্ট)

পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেতা: মার্ক রায়লেন্স (ব্রিজ অফ স্পাইস)

পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেত্রী: অ্যালিসিয়া ভিকান্দার (দ্য ড্যানিশ গালর্)

সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র: ‘সন অফ সল’ (হাঙ্গেরি)

সেরা তথ্যচিত্র: ‘এমি’

সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র: ‘আ গালর্ ইন দ্য রিভার: দ্য প্রাইস অফ ফরগিভনেস’
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘ইনসাইড আউট’

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘বিয়ার স্টোরি’

সেরা মৌলিক চিত্রনাট্য: জশ সিঙ্গার ও টম ম্যাকার্থি (দ্য বিগ শর্ট)

সেরা সাহিত্যনির্ভর চিত্রনাট্য: চালর্স র্যানডল্ফ ও অ্যাডাম ম্যাককে (স্পটলাইট)

সেরা মৌলিক সংগীত: এনিও মরিকনি (দ্য হেইটফুল এইট)

সেরা মৌলিক গান: “রাইটিংস অন দ্য ওয়াল”, জিমি নেপস ও স্যাম স্মিথ (স্পেক্টার)

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security