বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

এশিয়া কাপের প্রস্তুতি অবশ্যই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও কাজে দেবে

যা যা মিস করেছেন

Asia cup 2 the mail bd

 টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের অনুশীলন ক্যাম্পের দ্বিতীয় পর্ব চট্টগ্রামে শুরু হচ্ছে সোমবার।ছয় দিনের ছুটি শেষ; আবার শুরু হচ্ছে প্রস্তুতি।  ব্যাটিং ঝালিয়ে নেওয়া, বোলিং শানিয়ে নেওয়া; রণ-পরিকল্পনা সাজানো।  এর আগে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, প্রস্তুতিতে আপাতত ভাবনা আসছে এশিয়া কাপ নিয়ে, তবে মূল লক্ষ্য বিশ্বকাপ।

রোববারই চট্টগ্রামে উড়াল দেওয়ার কথা ক্রিকেটারদের।  চট্টগ্রাম যাওয়ার আগে মাশরাফি বলেন, “ক্যাম্পের মূল লক্ষ্য তো অবশ্যই বিশ্বকাপের প্রস্তুতি। তবে এই মুহূর্তে এশিয়া কাপ নিয়েই আগে ভাবতে হবে আমাদের।  এশিয়া কাপের জন্যই প্রস্তুত হব আমরা আর সেটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও কাজে দেবে অবশ্যই।”

Asia cup 3 the mail bd

মূলত কোচ চন্দিকা হাথুরুসিংহের চাওয়াতেই হচ্ছে এই অনুশীলন ক্যাম্প।  প্রথম পর্ব ছিল খুলনায়।

২২ জানুয়ারি জিম্বাবুয়ে সিরিজ শেষে এক দিন বিশ্রাম দিয়ে ২৪ থেকে ৩১ জানুয়ারি খুলনায় নিবিড় অনুশীলন করেছে দল।  নিজেদের মধ্যে খেলেছে কয়েকটি প্রস্তুতি ম্যাচ।  ৬ দিন ছুটির পর সোমবার থেকে আবার ৮ দিনের ক্যাম্প।

খুলনার ক্যাম্পে কোন দিকগুলো নিয়ে কাজ করেছে দল, সেসব খোলাসা করতে চাইলেন না অধিনায়ক।  তবে জানালেন, প্রস্তুতি হয়েছে দারুণ।

“টেকনিক্যাল অনেক কিছু নিয়ে কাজ করেছি আমরা।  সে সব বিস্তারিত বলতে চাই না।  তবে এটুকু বলছি, খুব কাজে দিয়েছে ক্যাম্প।  অনুশীলন ম্যাচগুলিও খুব ভালো হয়েছে।  যা শিখেছি বা আলোচনা হয়ছে, ম্যাচে সেসব করার চেষ্টা করেছি আমরা।”

এই অনুশীলন ক্যাম্পেই কোচ ও নির্বাচকদের নজর কেড়েছেন মোহাম্মদ মিঠুন।  অনুশীলনে এবং প্রস্তুতি ম্যাচে মিঠুনের ব্যাটিং দারণ মনে ধরেছে টিম ম্যানেজমেন্টের।  বিশেষ করে কোচ খুব করে চেয়েছেন বলেই বিশ্বকাপ দলে জায়গা হয়েছে এই উইকেটকিপার ব্যাটসম্যানের।

যদিও হুট করে মিঠুনের এই দলে আসা নিয়ে এবং ইমরুল কায়েসের বাদ পড়া নিয়ে প্রশ্ন আছে টুকটাক।  প্রশ্নগুলিকে উড়িয়ে দিচ্ছেন না মাশরাফি; তবে জানালেন, দল নিয়ে তিনি সন্তুষ্ট।

“দেখুন, যে কোনো দল নির্বাচন নিয়েই কিছু না কিছু প্রশ্ন থাকবেই।  জায়গা মাত্র ১৫টি, আমাদের কোয়ালিটি ক্রিকেটার অনেক।  কাজেই প্রশ্ন কিছু সবসময়ই থাকবে।  আমি যেটা বলতে পারি, এই মুহূর্তে সম্ভব সেরা দল নিয়েই আমরা বিশ্বকাপে যাচ্ছি।”

Asia cup 1 the mail bd

চট্টগ্রামে ক্যাম্পে দল পাচ্ছে না গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালকে।  তিনজনই সংযুক্ত আরব আমিরাতে খেলছেন পাকিস্তান সুপার লিগে।  মাশরাফির মতে, তিনজনের প্রস্তুতি সেখানে ভালোই হচ্ছে।

“তামিম তো দুই ম্যাচেই দারুণ ব্যাটিং করল।  সাকিবও ম্যান অব দা ম্যাচ হয়েছে।  উইকেট দেখলাম বেশ স্লো, পরিস্থিতি বুঝে দুর্দান্ত খেলছে ওরা। আশা করি, মুশফিকও সামনে খেলার সুযোগ পাবে।  সব মিলিয়ে ওদের প্রস্তুতি খুব ভালো হচ্ছে।”

ক্যাম্পের চট্টগ্রাম পর্ব শেষে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় ফেরার কথা দলের।  ২-১ দিন বিশ্রাম নিয়েই হয়ত আবার শুরু হবে অনুশীলন।  ২৪ ফেব্রুয়ারি এশিয়া কাপের প্রথম দিনেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রস্তুতির জন্যই পরিবর্তন করা হয়েছে এশিয়া কাপের ফরম্যাট।  তবে বাংলাদেশের বাস্তবতাটাও ভালোই বোঝেন মাশরাফি।  জানালেন, দেশের মাটিতে এশিয়া কাপ স্রেফ প্রস্তুতির চেয়েও একটু বেশি কিছু।

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

চোরাই গাড়ি সহ আটক-১

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security