বুধবার, এপ্রিল ৩, ২০২৪

মিশনে কর্মরত সদস্যদের বেতনের ১০% কেটে না নেওয়ার সুপারিশ

যা যা মিস করেছেন

Mission the mail bd

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের বেতনের ১০ ভাগ কেটে না নেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।  সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠক শেষে কমিটির সদস্য সাংবাদিকদের বলেন, গত বছর সংসদীয় কমিটি কঙ্গো ও আইভরিকোস্ট সফরে গেলে সেখানে কর্মরত বাংলাদেশের বাহিনীর সদস্যরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে কমিটি এই সুপারিশ করেছে।  তাঁরা সেখানে অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন।  এ কারণে তাঁদের বেতন থেকে ১০ ভাগ কেটে না নেওয়ার সুপারিশ করা হয়েছে।

জাতিসংঘের ওয়েবসাইট থেকে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ মিশনে মোট এক লাখ ২৫ হাজার ৯৭ জন শান্তিরক্ষী কাজ করছেন।  তাঁদের মধ্যে বাংলাদেশের আট হাজার ৪৯৬ জন, যার মধ্যে সশস্ত্র বাহিনীর সাত হাজার ২৫৫, পুলিশের এক হাজার ১৭২ জন এবং ৬৯ জন সামরিক বিশেষজ্ঞ রয়েছেন।

কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্যরা বেগম অংশ নেন।  এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security