শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

শুধু লেখাপড়া নয়, খেলাধুলাও করতে হবে

যা যা মিস করেছেন

Pm of bangladesh the mail bd

শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, পাশাপাশি পর্যাপ্ত খেলাধুলা করারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, এখনকার অধিকাংশ ছেলে-মেয়ে শুধু পড়াশোনা করে।  কিন্তু সব সময় কি পড়াশোনা করতে ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে।  আমরা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি স্কুলপর্যায়ে।  আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ ২০১৬র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। 

তিনি আরো বলেন, ‘প্রতিটি স্কুলে যেখানে ছেলেমেয়েরা একসঙ্গে লেখাপড়া করে সেখানে মেয়েদের জন্য আলাদা বাথরুম করা হচ্ছে।  ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ছেলেমেয়েদের লেখাপড়া জোরদার করার জন্য তাদের বর্ণমালায় পাঠ্যপুস্তক তৈরির ব্যবস্থা করা হচ্ছে।  প্রতিবন্ধী শিশুদের পড়ালেখার ব্যবস্থা করে দিচ্ছি।  তাদেরকে সরকারিভাবে তাদের শিক্ষা উপকরণ দেয়া হচ্ছে।’

‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’ প্রতিপাদ্য  নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হচ্ছে।   সকাল সড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করি।  শিক্ষা মৌলিক অধিকার।  ২০০৮ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন ২৬ হাজার ১৯৩টি বেসরকারি স্কুল-কলেজকে সরকারিকরণ করেছি।  ৭২ সালের পর আর কেউ এটা করেনি।’

উপস্থিত ছাত্র-শিক্ষদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা।  এখনো আমি আমার শিক্ষকদের সম্মান করি।  বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে চেয়েছিলেন সেই সোনার বাংলা সোনার ছেলে তৈরি করার কারিগর হচ্ছেন শিক্ষক।

প্রত্যেক ছেলেমেয়ে যাতে মুক্তিযোদ্ধের চেতনা ও নীতিবান ও আর্দশবান মানুষ হতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে শিক্ষকদের।  কারণ আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক।’

ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘ইসলামে বলেনি আত্মহত্যা করো।  যে আত্মহত্যা করবে সে দোজখে যাবে।’

তিনি বলেন, ‘ইসলামের নামে কোনো সন্ত্রাসী-জঙ্গিবাদ কার্যক্রম কারও কাছে গ্রহণযোগ্য নয়।  আমাদের লক্ষ রাখতে হবে যেন ছেলেমেয়েরা যেন এসব থেকে দূরে থাকে। তাদেরকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে।’

তিনি আরো বলেন, ‘আমরা সন্ত্রাসী ও জঙ্গিবাদে বিশ্বাসী নই।  আমরা শান্তিতে বিশ্বাসী।  বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।  কারণ বাংলাদেশ যেন উন্নত-সমৃদ্ধশালী দেশ হয়।’

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ।

আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security