বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

থিওরি অব রিলেটিভিটির মোড়ক উন্মোচন ৫ ফেব্রুয়ারী

যা যা মিস করেছেন

12604930_1006381269427998_4258048024285185523_o

আগামী ৫ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫ টায় বইমেলা প্রাঙনে একটা বিজ্ঞান আড্ডার ব্যবস্থা করা হয়েছে বাংলামেইল আর ওমেগা প্রাইমের উদ্যোগে। আবদুল গাফফার রনির বই ‘থিওরি অফ রিলেটিভিটি’র মোড়ক উন্মোচনের মাধ্যমে শুরু হবে মূল কর্মসূচি। তারপর ওমেগা প্রাইমের বিজ্ঞান ম্যাগাজিন দেখানো হবে । পরবর্তীতে উপস্থিত সকল বিজ্ঞানী, লেখক, পাঠক মিলে বিজ্ঞান ও বাংলাদেশে বিজ্ঞানচর্চার বর্তমান অবস্থা ও করনীয় নিয়ে হবে আড্ডা। আড্ডার ফাকে ফাকে খাওয়া দাওয়াতো আছেই। এভাবেই গল্পে গল্পে বিজ্ঞান আড্ডার মাধ্যমে  কার্যক্রম সম্পন্ন হবে।আপনারা সবাই এই আড্ডায় আমন্ত্রিত।

অনুষ্ঠান সূচি-
৫.০০ : থিওরি অব রিলেটিভিটির মোড়ক উন্মোচন – অন্বেষা, প্যাভিলিয়ন নং ২
৫.৩০ : ওমেগা প্রাইম ম্যাগাজিন প্রদর্শনী – ছায়াবীথি, স্টল নং ১১৮
৬.০০ : বিজ্ঞান আড্ডা, ভিডিও প্রদর্শনী, স্লাইড শো, চা চক্র – বাংলামেইল, বাংলা একাডেমি পুকুর পাড়

১ ফেব্রুয়ারি থেকে ‘থিওরি অব রিলেটিভি’ পাওয়া যাবে অমর একুশে বইমেলার অন্বেষার প্যাভিলিয়নে (২নং প্যাভিলিয়ন)  ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security