বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

পদ্ম তে ভূষিত হল রজনিকান্ত, অনুপম খের, অজয় সহ নয় তারকা

যা যা মিস করেছেন

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পদক এবার দেয়া হবে নয় জন চলচ্চিত্রশিল্পীকে। রজনিকান্তসহ এই তালিকায় রয়েছেন অনুপম খের , অজয় দেবগন এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা।

rajnikant, anupamkher, ajay taking padma awards 2016 the mail bd

দক্ষিণী অভিনেতা রজনিকান্ত পাবেন ভারতের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা পদ্মবিভূষণ পদক। চার দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হিসেবে সমাদৃত হয়ে আসছেন রজনিকান্ত। এ প্রাপ্তিতে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি এবং ধন্যবাদ জানান ভক্তদের। লেখেন, “পদ্মবিভূষণ পুরস্কার পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। আমার সব ভক্ত, শুভানুধ্যায়ী এবং বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।”

দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পদ্মভূষণ পদকের জন্য নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের এবং গায়ক উদিত নারায়ণ। এছাড়া পদ্মশ্রী পদক তুলে দেয়া হবে অভিনেতা অজয় দেবগন, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পরিচালক নিলা মাধব পান্ডা, এসএস রাজামৌলি এবং মাধুর ভান্ডারকরের হাতে। সদ্য প্রয়াত অভিনেতা সায়িদ জাফরিকেও দেয়া হবে পদ্মশ্রী পদক।

স্ত্রী কাজলের পর এ বছর পদ্মশ্রী ঘরে তুলবেন অজয়। ভারতীয় দৈনিক মিডডেকে তিনি বলেন, “আমি খুবই সম্মানিত বোধ করছি আমার দেশের এতো বড় একটি পুরস্কার অর্জন করতে পেরে। ব্যাপারটি আমার জন্য আরো গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে কারণ আমি এখন শুটিংয়ের কাজে দেশের বাইরে আছি। আমি সর্বাত্মক চেষ্টা করবো এই সম্মান ধরে রাখতে এবং এভাবেই দেশের সেবা করতে।”

ওদিকে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র শুটিং-এ দেশের বাইরে আছেন প্রিয়াঙ্কাও। তিনি জানান, সেনা পরিবারের মেয়ে হিসেবে এ সম্মাননা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ।

সুত্রঃ ডেইলি মিড ডে

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security