শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক এর আজ ৭৫তম জন্মদিন

যা যা মিস করেছেন

Razzak the mail bd

বাংলাদেশের চলচ্চিত্রের মুকুটহীন রাজা- নায়করাজ রাজ্জাক।  ষাটের দশকের মাঝামাঝি থেকে শুরু…এরপর নিরন্তর বয়ে চলা।  কিংবদন্তি এই অভিনেতার আজ ৭৫তম জন্মদিন।

একসময় সিনেমার পর্দায় তরুণ অভিনেতা রাজ্জাককে কাঁদতে দেখেছেন অনেকেই।  চরিত্রের প্রয়োজনে তাঁর সেই কান্না কাঁদিয়েছে বাংলার লাখো দর্শককেও।  কিন্তু কোনো সিনেমার চরিত্রের প্রয়োজন ছাড়াই কিংবদন্তি এই অভিনেতার আজ  জন্মবার্ষিকীতে এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেঁদে ফেললেন ‘নায়করাজ’ রাজ্জাক।

আজ শনিবার বিকেলে এফডিসির পরিচালক সমিতিতে তাঁর জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে বহুদিন পর এসেছিলেন নায়করাজ খ্যাত এই অভিনেতা। রাজ্জাকের সঙ্গে ছিলেন দুই পুত্র বাপ্পারাজ, সম্রাট এবং তাঁর নাতনি। রাজ্জাকের জন্মদিন উপলক্ষে পরিচালক সমিতির আয়োজনটিতে অংশ নেন পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট আরও অনেকে। তাঁরা সবাই রাজ্জাককে নিয়ে স্মৃতিচারণ করেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নায়করাজ রাজ্জাক তাঁর চলচ্চিত্র জীবনের বিভিন্ন স্মৃতিকথা বলতে গিয়ে একপর্যায়ে কেঁদে ফেলেন।  রাজ্জাকের কান্নায় পাশে বসে থাকা নন্দিত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, অভিনেতা হাসান ইমাম, চিত্রগ্রাহক আফজাল এইচ খানসহ অনেকেই সে সময় তাঁদের অশ্রুসিক্ত চোখ মুছতে থাকেন।

এ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।  চ্যানেল আই আয়োজন করেছিল ৩ দিনের ভিন্নমাত্রার অনুষ্ঠানের। দেড়ঘণ্ঠাব্যাপি সরাসরি চলমান  তারকাকথন অনুষ্ঠানে রাজ্জাকের অংশগ্রহণ যোগ করেছে ভিন্নমাত্রা।  যেখানে প্রধানমন্ত্রী ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

 চ্যানেল আইয়ের দিনব্যপী অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে অংশ নিয়েছেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়িকা সুজাতা, চিত্রনায়ক ফারুক, অরুণা বিশ্বাস, ফেরদৌস, রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক সম্রাট, নায়করাজের নাতনি আরিশা, সাংবাদিক রাফি হোসাইন, অনুরূপ আইচ, জাহিদ আকবর, আলী আফতাব, দাউদ হোসাইন রনি ও অভি মঈনুদ্দীন।
এ সময় ফুলের শুভেচ্ছা জানান চলচ্চিত্রের আর্কাইভ খ্যাত চ্যানেল আই’র অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপক শফিউজ্জামান খান লোদী ও পরিচালক শামীম আলম দীপেন।  ভিডিও বার্তায় রাজ্জাককে শুভেচ্ছা জানান চিত্রনায়ক আলমগীর ও চিত্রনায়িকা ববিতা।  এছাড়া দিনব্যাপি শুভানুধ্যায়ীদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেছেন উত্তরায় অবস্থিত রাজ-লক্ষী কমপ্লেক্সে রাজ্জাকের অফিসে বসে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security