প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার কয়েক ঘন্টার সফরে সিলেট আসছেন। সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে তার।
বিমানযোগে সিলেটে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এর পর সিলেট সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ সেরে বেলা আড়াইটার দিকে সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেটে বিরাজ করছে উৎসবের আমেজ। তাকে বরণে প্রস্তুত সিলেট। সম্পন্ন হয়েছে সব আয়োজন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রীর জন্য পুরো আয়োজন সম্পন্ন হয়েছে। তাকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটকে নতুনরূপে সাজানো হয়েছে।’ প্রধানমন্ত্রীকে বরণের জন্য প্রস্তুত বলে জানান তিনি।