মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

তামিলনাড়ুতে দেখা গেল ১০০ তিমি

যা যা মিস করেছেন

100 dolphine in tamilnaru the mailbd

ভারতের তামিলনাডু রাজ্যের উপকূলীয় এলাকার টুটিকোরিন সৈকতে প্রায় ১০০টি তিমি ভেসে উঠেছে।এনডিটিভি জানিয়েছে সোমবার রাত থেকে এসব তিমি আটকা পড়ে উপকূলে ।

কর্মকর্তারা জানান, ওই এলাকার জেলে ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অনেকগুলো তিমিকে ঠেলে সাগরে পাঠিয়ে দিলেও সেগুলো আবার সৈকতে ফিরে এসেছে।

টুটিকোরিন তামিলনাডুর প্রধান শহর চেন্নাই থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে একটি ছোট বন্দর শহর।

জেলার জ্যেষ্ঠ কর্মকর্তা রাভি কুমার বলেন, “এগুলো ছোট ধরনের ফিন তিমি। এরা দিক হারিয়েছে বলে মনে হচ্ছে। এবারই প্রথম এত তিমি সৈকতে এসে আটকা পড়ল।

“ঘটনাটি খতিয়ে দেখার জন্য মান্নার উপসাগরের মেরিন পার্কের এবং সমুদ্র বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের খবর দিয়েছি আমরা।”

অগাস্টে একই রাজ্যের নাগাপট্টিনাম জেলার একটি গ্রামের পাশের সৈকতে ৩৩ ফুট লম্বা একটি তিমির মৃতদেহ ভেসে এসেছিল।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security