মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার ওষুধসহ আটক এক ব্যক্তি

যা যা মিস করেছেন

International Airport the mail bd

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি টাকার ওষুধসহ এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  আটককৃত ব্যক্তির নাম মো. ফয়সাল।  তার বাড়ি মাদারীপুর জেলায়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার জানান, ঢাকা কাস্টমস হাউজের প্রিভিনটিব টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব ওষুধ আটক করা হয়েছে।

ওষুধগুলো অবৈধভাবে আমদানী করা হয়েছে বলে জানান তিনি।  আর ফ্লাইট দু’টি হচ্ছে, ফ্লাইট নং আরএক্স ৭৯২, এটি কলকাতা থেকে রবিবার বিকেল ৩ টার দিকে অবতরণ করে।

এছাড়া, আরএক্স ৭৮৭ নম্বরের ফ্লাইটটি সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের সময় ব্যাংকক থেকে হযরত শাহজালার বিমানবন্দরে অবতরণ করে।

এ দু’টি ফ্লাইট থেকে ৩৬ পদের ওষুধ আটক করা হয়েছে।  উদ্ধারকৃত ওষুধগুলোর দাম প্রায় দুই কোটি টাকা হবে বলে সহকারী কমিশনার  জানিয়েছেন।  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security