সেলফি যে এখন একটি রোগের পর্যায়ে পৌঁছেছে তা দুনিয়ার সবাই জানেন। সেলফি তুলতে গিয়ে অনেকে মারাও গেছেন। কিন্তু সেই সেলফি তোলার জন্যও তো চাই উপযুক্ত সময় এবং পরিবেশ। তেমনি এক অনুপযোগী পরিবেশে সেলফি তুলে চরম নির্বুদ্ধিতার পরিচয় দিলেন দুবাইয়ে বসবাসরত এক দম্পতি। এবং তা সামাজিক মাধ্যমে পোস্ট করে ব্যাপক সমালোচনার মুখে পরেছে তারা।
এবারের নববর্ষের আতশবাজি শুরুর আগেই সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা টাওয়ারের পাশে অ্যাড্রেস হোটেল ডাউনটাউনে ৬৩ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। তখন এআর আলতেকি নামে দুবাইয়ে বসবাসরত একজন বাসিন্দা তার স্ত্রীকে নিয়ে সেই হোটেলের সামনে দাড়িয়ে সেলফি তোলেন। সেলফি তোলার মুহূর্তে বেশ হাসিখুশি মনে হচ্ছিল তাদের।
এখানেই