সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

শেষ বারের মত নগ্ন হচ্ছেন পামেলা!

যা যা মিস করেছেন

বেওয়াচ তারকা পামেলা এন্ডারসন। কারণে অকারণেই তিনি খবরের শিরোনাম হন বারবার। সম্প্রতি আবারো আলোচনায় এলেন ৪৮ বছর বয়সী এই মার্কিন তারকা। জানা গেছে, নগ্ন হতে যাচ্ছেন পামেলা!

pamela the mail bd

একটি ম্যাগাজিনের কভারফটোর জন্যে নগ্ন হচ্ছেন তিনি। তবে এটিই নাকি নিজের ক্যারিয়ারে শেষবারের মতো নগ্ন হওয়া! এরপর আর কখনো খোলামেলা হয়ে হাজির হবেন না তিনি।

আরো জানা গেছে, এই বয়সে এসে নগ্নতা নিয়ে বেশ চিন্তায় ছিলেন পামেলা। কারণ তিনি ভেবেছিলেন তার দুই সন্তানের জীবনে এটি হয়তো নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু তার সন্তানরা নাকি মায়ের এই কর্মকাণ্ডে কোনো আপত্তি জানায়নি। তাই পামেলাও শেষবারের মতো নগ্ন হওয়ার সুযোগটি পেলেন।

যদিও নগ্নতার জন্য বারবার সমালোচিত হওয়া এই তারকার সত্যি এটা শেষ নগ্ন হওয়া কি না সে নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে সবার। কেননা, এর আগেও তিনি বলেছেন আর কখনো বস্ত্রবিহীন ক্যামেরার সামনে দাঁড়াবেন না!

উল্লেখ্য, কোন ম্যাগাজিনের জন্য নগ্ন হচ্ছেন পামেলা তা জানা যায়নি। তবে পামেলা ভক্তরা উন্মুখ হয়ে আছেন শেষবারের মতো ৪৮ বছরের পামেলাকে নগ্ন অবস্থায় দেখতে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ