বৃহস্পতিবার, এপ্রিল ১১, ২০২৪

২ ডিগ্রির নীচে রাখা হবে বিশ্বের তাপমাত্রা

যা যা মিস করেছেন

জলবায়ু পরিবর্তনের মাত্রা কমিয়ে আনতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের কম করার লক্ষ্য স্থির করা হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলনে।global warming the mail bd
ফ্রান্সের প্যারিসে দুই সপ্তাহ ধরে চলা এই সম্মেলনে দেশ গুলো মধ্যে চলে ব্যাপক দরকষাকষি।
প্রথম বারের মত সব দেশ কার্বন নিঃসরণ কমিয়ে আনবে বলে অঙ্গিকার করেছে।
এদিকে এই ঐতিহাসিক চুক্তিকে স্বাগত জানিয়েছেন বিশ্বের বড় বড় পরিবেশ দূষণকারী দেশ গুলেও স্বাগত জানিয়েছে।
তবে সেখানে বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য দেশগুলোকে বাধ্য করা যায়-এমন কিছুই নেই এই চুক্তি- এ অভিযোগ করছেন কেও কেও।
বিশ্বের সবচেয়ে বেশি যারা কার্বন নিঃসরণ করে তাদের মধ্যে অন্যতম চীন। তারা এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলছে এটা হবে সামনে এগিয়ে যাওয়ার ঐতিহাসিক পদক্ষেপ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলছেন এই চুক্তি বিশ্ব ও আগামী প্রজন্মের জন্য এক বড় বিজয়।
ইউরোপিয় ইউনিয়ন ফ্রান্সের প্রশংসা করে বলেছে প্যারিসে হামলার কিছুদিনের মধ্যে সারা বিশ্বকে একত্রিত করতে পেরেছে তারা।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দ বলেন জলবায়ু পরিবর্তনের জন্য এটা এক বিপ্লবের সামিল।
তিনি বলছেন “২০১৫ সালের ১২ই ডিসেম্বর, দিনটি বিশ্বের ইতিহাসে লেখা থাকবে। প্যারিসে গত কয়েক শতাব্দীতে আমরা কয়েকটি বিপ্লব দেখেছি কিন্তু সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ যে বিপ্লব অর্জিত হয়েছে সেটা হল জলবায়ু পরিবর্তনের জন্য বিপ্লব”।
তবে ‘গ্লোবাল জাস্টিস না্ও’ নামে একটি সংগঠন অভিযোগ করছে এই চুক্তিতে নিরাপদ ও বাসযোগ্য জলবায়ু নিশ্চিত করার জন্য দেশগুলোকে বাধ্য করার মত প্রায় কিছুই নেই।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security