রবিবার, এপ্রিল ১৪, ২০২৪

গৃহসজ্জা মনের মতো

যা যা মিস করেছেন

পাখিরা যেমন নীড়ে ফিরে, তেমনিভাবে আমরাও ফিরে যাই আপন আলয়ে। নিজের বাড়ি সবারই প্রিয় জায়গা। আর প্রিয় জায়গায়ই থাকে প্রিয় একটি ঘর। নিজের ঘর। তা যেমনই হোক না কেন। ঘরটা হয় খুবই আপন।

সবাই চায় নিজের ঘরটাকে একটু আলাদাভাবে সাজাতে, নিজের মতো গোছাতে। নিজের ঘর নিজের মতো সাজানোতেই স্বস্তি। কিন্তু তারপরও কিছু সহজ টিপস আপনার পছন্দের সঙ্গে মিলে গেলে ঘরটা আরও সুন্দর হয়ে উঠতে পারে। তাই আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি সহজভাবে গৃহসজ্জার কিছু টিপস—grihosojja the mail bd

গৃহসজ্জা:

১। কোন ছোট ঘরকে বড় দেখতে হলে আপনি ঠিক জানালার বিপরীত দিকের দেয়ালজোড়ায় আয়না লাগাতে পারেন। এতে জানালার আলো আয়নাতে প্রতিফলিত হয়ে ঘরকে বড় দেখতে এবং আলোকিত করতে সাহায্য করে।

২। ঘরের উঁচু ছাদকে নীচু দেখাতে হলে ঘরের দেওয়াল অপেক্ষা গাঢ় শেড ছাদে লাগাতে পারেন।

৩। ঘরের নীচু ছাদকে উঁচু দেখাতে হলে দেওয়ালের সঙ্গে মানানসই হালকা রং লাগাতে পারেন।

৪। ছবির বদলে দেওয়ালে আপনি সুন্দর কারুকাজ করা কাপরের বড় টুকরো অথবা যে কোন ওয়াল-হ্যাঙ্গিং ও টাঙাতে পারেন।

৫। প্রসাধনের জন্য আয়নার উপরে আলো না লাগিয়ে আয়নার ঠিক দুপাশে আলো লাগান তাহলে মুখে সমানভাবে আলো পরবে।

৬। সিঁড়ির উপরে এবং নিচে টুওয়ে সুইচ লাগানো ভালো।

৭। সুইচবোর্ড সবসময় দরোজার পাশে লাগানো ভালো।

৮। এমনভাবে আসবাবপত্র তৈরি করা উচিৎ যাতে প্রতিটি আসবাবপত্রের মধ্যেই যথেষ্ট পরিমান স্টোরেজ স্পেস থাকে।

৯। খাবার টেবিল চৌকো এবং গোল ছাড়াও ডিম্বাকৃতি বা কোণাযুক্ত তৈরি করতে পারেন, এতে একঘেয়েমির হাত থেকে রক্ষা পাবেন।

১০। রান্নাঘরে রান্নার জিনিসপত্র ছাড়াও দেওয়ালে একটি ঘড়ি টাঙাতে ভুলবেন না। কারন রান্নার সময় টাইম দেখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ।grihosojja 1 the mailbd

১১। ঘরে মানানসই রং-বেরঙ্গের পর্দা ব্যবহার করতেন পারেন যাতে ঘরের ভেতরটাতে একঘেয়েমি ভাব না আসে।

১২। ঘরে বাহারি ধরণের ফুল ব্যাবহার করতে পারি। তাতে ঘরের সৌন্দর্য বাড়বে।

১৩। ঘরকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বারান্দায় ফুলের টব সাজাতে পারি। তাতে প্রকৃতির একটা ছোয়া থাকবে ঘরে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security