মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

শখের গয়না পরিষ্কারের সহজ কিছু উপায়

যা যা মিস করেছেন

সোনা, হীরা বা ইমিটিশনের ভারি গয়নাগুলো খুব একটা ব্যবহার করা হয়ে ওঠে না। বেশিরভাগ সময়ই এগুলো পড়ে থাকে আলমারি বা ড্রয়ারের কোণায় বা ব্যাংকের লকারে। আর ব্যবহার না করার ফলে গয়নাগুলোতে ধুলা পড়ে এবং রংও খানিকটা মলীন হয়ে যায়।

লাইফস্টাইল বিষয়ক একটি ওয়েবসাইটে গয়না পরিষ্কার রাখার কিছু উপায় উল্লেখ করা হয়।

– পানিতে ক্ষারহীন সাবান গুলিয়ে নরম কাপড় ভিজিয়ে গয়না পরিষ্কার করে নিতে হবে।

– যখন ব্যবহার করা না হবে তখন পরিষ্কার এবং শুষ্ক স্থানে গয়না সংরক্ষণ করতে হবে। আর্দ্রতা গয়নার রং নষ্ট করে দিতে পারে।

– একই বক্সে বিভিন্ন গয়না রাখা উচিত নয়। সোনা, রুপা, হীরা এবং অন্যান্য পাথরের তৈরি গয়না সংরক্ষণের জন্য আলাদা বক্স ব্যবহার করতে হবে।

– কেমিকল, অ্যালকোহল, ক্রিম এবং পারফিউম থেকে গয়না দূরে রাখতে চেষ্টা করুন। গয়না পরার আগে সুগন্ধি ব্যবহার করুন। কারণ পারফিউম গয়নার রং নষ্ট করে দিতে পারে।

Aurnaments cleaning tips the mail bd– সোনার গয়না পরে সুইমিং পুলে নামা উচিত নয়। এতে গয়নার রং নষ্ট হয়ে যেতে পারে।

– ওয়াশিং পাউডারের সঙ্গে কয়লা মিশিয়ে রুপার গয়না পরিষ্কার করা যেতে পারে।

– গরম পানিতে বেইকিং সোডা ও ফয়েল পেপারের টুকরা মিশিয়ে গয়না পরিষ্কার করা যায়।

– পাথরের তৈরি গয়না পরিষ্কার করতে নরম টুথব্রাশ ব্যবহার করা যেতে পারে।

More articles

সর্বশেষ