মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

ফাইনালে হারল বাংলাদেশের মেয়েরা

যা যা মিস করেছেন

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে  আয়ারল্যান্ডের কাছে শেষ বলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

থাইল্যান্ডের ব্যাংককে শনিবার আয়ারল্যান্ডের মেয়েদের কাছে ২ উইকেটে হারে জাহানারা আলমের দল। সেমি-ফাইনালে জিম্বাবুয়েকে হারিয়ে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছিল বাংলাদেশ।
bd female cricket team the mail bdটস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১০৫ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন নিগার সুলতানা। ৫৭ বলের ইনিংসটি দুটি চারে সাজান তিনি। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রুমানা আহমেদ। একটি চারে ৪৩ বলে অপরাজিত ৩৮ রান করেন তিনি। লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় আইরিশরা। এর পরও শেষ ওভারে গড়ানো ম্যাচটি বেশ জমে ওঠে।
শেষ ওভারে জিততে ৮ রান লাগত আয়ারল্যান্ডের, হাতে ছিল ২ উইকেট। সালমা খাতুনের করা প্রথম বলে ২ রান নেন লরা ডেলানি। পরের বলেও ২ রান নেন তিনি।
শেষ চার বলে তাই আইরিশদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। প্রতি বলে এক রান করে নিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় তারা।
৩৬ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন ডেলানি। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন সেসেলিয়া জয়েস। ৩০ বলে ৩২ রানের ইনিংসটি দুটি চার ও একটি ছয়ে সাজান তিনি।

বাংলাদেশের রুমানা ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন।

More articles

সর্বশেষ