মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

নতুন চলচ্চিত্রে মোশাররফ করিম

যা যা মিস করেছেন

নতুন চলচ্চিত্রে নাম লেখালেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম।  চলচ্চিত্রের নাম ‘কয়লা’।  ছবিটি পরিচালনা করছেন ছোটপর্দার প্রতিষ্ঠিত নির্মাতা সুমন আনোয়ার। সিনেমার চিত্রনাট্যও তার।  ইতিমধ্যে কাস্টিং প্রায় শেষ।  সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরেই শুটিং শুরু করবেন বলে জানালেন ছবিটির নির্মাতা।

Mosharrof-karim-the-mail-bd

জানা গেছে, মোশাররফ করিমসহ ছবির প্রায় সব কাস্টিং ফাইনাল।  কিন্তু গুরুত্বপুর্ণ একটি নারী চরিত্রের এখনো কাস্টিং বাকি আছে।  চরিত্রটি খোঁজা হচ্ছে।  সেটি বাংলাদেশ কিংবা কলকাতা থেকেও হতে পারে।  সরকারী অনুদানের জন্য ছবিটি জমা দিয়েছে।’

তিনি জানালেন, ‘আরো পাঁচ-ছয়টা ছবি নিয়ে পরিকল্পনা করেছিলাম।  কিন্তু ‘কয়লা’ আমার কোন পরিকল্পনায় ছিলনা। গত বছর কনসেপ্টটা মাথায় আসে। তারপরই গল্পটা লিখতে শুরু করলাম। গতমাস থেকে শুরু করেছিলাম প্রি-প্রোডাকশনের কাজ।’

মোশাররফ করিম ছাড়াও রওনক হাসান, মৌসুমী হামিদ, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, দিলারা জামান ছবিটিতে অভিনয় করবেন।

More articles

সর্বশেষ