...
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

যা যা মিস করেছেন

বহু নির্বাচনী প্রশ্ন (মান-৩০)

১। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কোনটি?

ক) মুনাফা অর্জন করা খ) সদস্য ও জনগণের সেবাদান

গ) পণ্য ও সেবার বিনিময় করা ঘ) সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন

২। খাদ্যসামগ্রী ক্রয় ১০,০০০ টাকা, প্রারম্ভিক খাদ্যসামগ্রী ২,০০০ টাকা, ব্যবহৃত খাদ্যসামগ্রী ৮,০০০ টাকা হলে অব্যবহৃত খাদ্যসামগ্রীর পরিমাণ কত?

ক) ২,০০০ টাকা খ) ৪,০০০ টাকা

গ) ৬,০০০ টাকা ঘ) ১৬,০০০ টাকা

উদ্দীপকটি পড়ো এবং ৩-৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

একটি পোশাক তৈরির কারখানায় ২০১৮ সালে ১,০০,০০০ পিস প্যান্ট উৎপাদিত হয় এবং মোট উৎপাদন ব্যয় হয় ১,০০,০০,০০০ টাকা; যার ৪০% ব্যবহৃত কাপড়ের ব্যয়, ৪০% শ্রম ব্যয় এবং ২০% উৎপাদন উপরিব্যয়।

৩। মুখ্য ব্যয়ের পরিমাণ কত?

ক) ২০,০০,০০০ টাকা খ) ৪০,০০,০০০ টাকা

গ) ৬০,০০,০০০ টাকা ঘ) ৮০,০০,০০০ টাকা

৪। ২০,০০,০০০ টাকা বাণিজ্যিক খরচ হলে এবং বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা করতে চাইলে প্রতিটি প্যান্টের বিক্রয়মূল্য কত হবে?

ক) ১০০ টাকা খ) ১২০ টাকা

গ) ১৩০ টাকা ঘ) ১৫০ টাকা

৫। আইন অনুযায়ী অংশদারি ব্যবসায়ের নিবন্ধন—

ক) বাধ্যতামূলক খ) বাধ্যতামূলক নয়

গ) চুক্তি সাপেক্ষ ঘ) শর্ত সাপেক্ষ

৬। মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ভর করে—

i. পরিবর্তনশীল পরিচালন ব্যয়ের ওপর

ii. স্থায়ী পরিচালন ব্যয়ের ওপর

iii. অপরিচালন ব্যয়ের ওপর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ো এবং ৭-৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

৭। প্রারম্ভিক খাদ্যসামগ্রীর পরিমাণ কত?

ক) ২,৩৫০ টাকা খ) ৩,০০০ টাকা

গ) ৯,৫০০ টাকা ঘ) ২১,৩৫০ টাকা

৮। বছরের শুরুতে বকেয়া বেতনের পরিমাণ কত?

ক) ৬৫০ টাকা খ) ২,৩৫০ টাকা

গ) ৩,০০০ টাকা ঘ) ২০,৭০০ টাকা

৯। বাজেট কী?

ক) ভবিষ্যতের জন্য পরিকল্পনা প্রণয়ন

খ) ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ

গ) প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের দলিল

ঘ) উৎপাদিত পণ্যের মোট ব্যয় নিরূপণ

১০। মি. জাকির সাধনা ফিন্যান্সিং লিমিটেডের ক্যাশ ম্যানেজার। তার কম্পানিতে সংঘটিত লেনদেনগুলো হলো :

স্থায়ী সম্পত্তি বিক্রয় ৫,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাব থেকে প্রাপ্তি ২,২০,০০০ টাকা, শেয়ার ইস্যু ৩,০০,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ১,০০,০০০ টাকা। উক্ত কম্পানির নগদ প্রবাহ কত টাকা হবে?

ক) ৫,২০,০০০ খ) ৬,২০,০০০

গ) ৮,২০,০০০ ঘ) ৯,২০,০০০

উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও :

প্রমি লিমিটেডের রেওয়ামিলে সুনাম ১,০০,০০০ টাকা এবং শেয়ার অধিহার ৮০,০০০ টাকা আছে। সমন্বয়ে বলা হয়েছে, শেয়ার অধিহার সুনামের সঙ্গে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে।

১১। আর্থিক বিবরণীতে এর কী প্রভাব পড়বে?

ক) স্থায়ী সম্পদ ৮০,০০০ টাকা কমবে খ) চলতি সম্পদ ৮০,০০০ টাকা কমবে

গ) সঞ্চিতি ৮০,০০০ টাকা কমবে ঘ) নিট মুনাফা ৮০,০০০ টাকা কমবে

১২। সুনামের টাকা শেয়ার অধিহার দ্বারা অবলোপন করার পর অবশিষ্ট সুনামের অর্ধেক চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করলে—

i.পরোক্ষ ব্যয় ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে

ii. নিট মুনাফা ১০,০০০ টাকা হ্রাস পাবে

iii. সম্পদ ও দায় উভয়ই কমবে ১০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৩। মুনাজ কম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ হলো ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার। ইস্যুকৃত মূলধনের পরিমাণ ৮০% এবং বিলীকৃত মূলধনের পরিমাণ ৭০%। মুনাজ কম্পানির বিলীকৃত মূলধনের পরিমাণ কত টাকা?

ক) ৫,৬০,০০০ খ) ৭,০০,০০০

গ) ৮,০০,০০০ ঘ) ১০,০০,০০০

উদ্দীপকটি পড়ো এবং ১৪-১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মুনা ও কণা একটি ব্যবসায়ের অংশীদার। তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ১,৬০,০০০ টাকা, যার ওপর ১০% সুদ ধার্য করতে হবে। মুনা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেনি এবং পরবর্তী সময়ে মৃত্যুবরণ করে।

১৪। মুনা কী ধরনের অংশীদার ছিল?

ক) সাধারণ খ) সীমিত

গ) নিষ্ক্রীয় ঘ) প্রতিবদ্ধ

১৫। মুনার মৃত্যুতে বর্ণা কী পদক্ষেপ গ্রহণে বাধ্য?

ক) নতুন অংশীদার গ্রহণ খ) বিলোপসাধন

গ) ব্যবসায় পরিচালনা ঘ) কম্পানিতে রূপান্তর

১৬। অনুপাত বিশেষণের উদ্দেশ্য হলো—

i. প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা

ii. প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা যাচাই করা

iii. বিগত বছরের সঙ্গে চলতি বছরের তুলনামূলক বিশ্লেষণ করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৭। অস্থিতিশীল ও বাজারমূল্য ঊর্ধ্বগামী হলে নির্গত মালের মূল্যায়নে কোন পদ্ধতি সুবিধাজনক?

ক) ঋওঋঙ পদ্ধতি খ) খওঋঙ পদ্ধতি

গ) ভারযুক্ত গড় পদ্ধতি ঘ) সাধারণ গড় পদ্ধতি

১৮। প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য বেশি দেখানোর প্রভাব হলো—

i. বিক্রি পণ্যের ব্যয় বেশি হবে

ii. নিট মুনাফা কম হবে

iii. চলতি দায়ের পরিমাণ বেশি হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৯। সময়ের সঙ্গে সম্পর্কিত ব্যয়কে কী বলে?

ক) পরোক্ষ ব্যয় খ) সুযোগ ব্যয়

গ) উপরিব্যয় ঘ) কালীন ব্যয়

২০। কার্যন্তর পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে বাজেট পরিবর্তন করা হয় তাকে কী বলে?

ক) নমনীয় বাজেট খ) স্থায়ী বাজেট

গ) শূন্যভিত্তিক বাজেট ঘ) চলতি বাজেট

২১। নিয়োগকর্তা কর্মীদের পক্ষে যেসব ব্যয় বহন করেন তার মূল্যকে কী বলে?

ক) আর্থিক সুবিধা খ) পরিপূরক সুবিধা

গ) বোনাস ঘ) আনুতোষিক

২২। যমুনা কম্পানির মোট মুনাফার পরিমাণ কত?

ক) ২,৪০,০০০ টাকা খ) ২,৮০,০০০ টাকা

গ) ৫,০০,০০০ টাকা ঘ) ৭,৪০,০০০ টাকা

২৩। কোন কম্পানিতে বিনিয়োগ অধিক লাভজনক?

ক) যমুনা কম্পানি, কারণ মোট মুনাফা অনুপাত বেশি

খ) বসুন্ধরা কম্পানি, কারণ নিট মুনাফা অনুপাত বেশি

গ) বসুন্ধরা কম্পানি, কারণ বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বেশি

ঘ) যমুনা কম্পানি, কারণ তারল্য অনুপাত বেশি

২৪। ব্যবসায়ের নিরাপত্তা প্রান্ত বাড়ানো যাবে—

i. পণ্যের বিক্রয়মূল্য বৃদ্ধি করে

ii. বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে

iii. মোট ব্যয় হ্রাস করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৫। কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়?

ক) অফিস ভাড়া খ) কর্মকর্তার বেতন

গ) কারখানা ভাড়া ঘ) প্রত্যক্ষ কাঁচামাল

চিত্র দেখে ২৬-২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

কামাল কম্পানির সমচ্ছেদ বিন্দুর চিত্র দেওয়া হলো :

২৬। কামাল কম্পানির পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত?

ক) ১,০০,০০০ টাকা খ) ২,০০,০০০ টাকা

গ) ৩,০০,০০০ টাকা ঘ) ৪,০০,০০০ টাকা

২৭। কামাল কম্পানির সমচ্ছেদ বিন্দু (টাকা) কত?

ক) ২,০০,০০০ খ) ৩,০০,০০০

গ) ৪,০০,০০০ ঘ) ৬,০০,০০০

২৮। মন্টু লিমিটেডের সমাপনী মজুদ পণ্য ৫০,০০০ টাকা মূল্যায়নের পর ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায়। দফাটিকে সমন্বয় করতে হবে—

i. সমাপনী মজুদ থেকে ১০,০০০ টাকা বাদ দিয়ে

ii. আগুনে বিনষ্ট পণ্য হিসাবে ১০,০০০ টাকা দেখিয়ে

iii. আগুনে বিনষ্টজনিত ক্ষতি হিসাবে ১০,০০০ টাকা দেখিয়ে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ২৯-৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

দিশারী ম্যাচ ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ২০১৮ সালের মোট বিক্রয় ৩,০০,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর মুনাফার হার ২৫%। প্রারম্ভিক মজুদ পণ্য ও সমাপনী মজুদ পণ্য ছিল যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকা।

২৯। দিশারী ম্যাচ ম্যানুফ্যাকচারিং লিমিটেডের মজুদ আবর্তন অনুপাত কত?

ক) ৬ বার খ) ৬.৬৮ বার

গ) ৬.৮৬ বার ঘ) ৮ বার

৩০। যদি বিক্রয়ের ওপর মুনাফার হার ৫% বৃদ্ধি পায় এবং সমাপনী মজুদ পণ্য ১০,০০০ টাকা হ্রাস পায় তাহলে—

i. বিক্রীত পণ্যের ব্যয় ১৫,০০০ টাকা হ্রাস পাবে

ii. মজুদ পণ্যের আবর্তন অনুপাত ০.৬৪ অংশ হ্রাস পাবে

iii. মজুদ আবর্তন অনুপাত ০.৬৪ অংশ বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

বহু নির্বাচনী প্রশ্নের উত্তর

১. খ ২. খ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. খ ২২. গ ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. খ ২৭. ঘ ২৮. ঘ ২৯. গ ৩০. খ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.