শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

করোনায় আক্রান্ত বিশ্বকাপ খেলা ক্রিকেটার

যা যা মিস করেছেন

অনেকটা দিন দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। স্কটল্যান্ডের হয়ে খেলেছেন ২০১৫ বিশ্বকাপও। সাবেক অফস্পিনার মজিদ খান এবার নিজেই জানালেন করোনা আক্রান্ত হওয়ার কথা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শুক্রবার সকালে এক পোস্টে করোনা পজিটিভ থাকার খবরটি জানিয়েছেন সাবেক এই স্কটিশ ক্রিকেটার। বলেছেন, গ্লাসগোর রয়্যাল আলেসান্দ্রা হসপিটালে চিকিৎসা চলছে তার। এখন কিছুটা সুস্থও বোধ করছেন।

মজিদ খান লিখেছেন, ‘করোনাভাইরাসে পজিটিভ হয়েছিলাম। তবে মনে হচ্ছে আজ হয়তো বাড়ি ফিরে যেতে পারব। হাসপাতালের স্টাফরা আমাকে খুব ভালো সেবা দিয়েছেন। মেসেজ দিয়ে যারা সমর্থন দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পূর্ণ সুস্থ হয়ে উঠব।’

যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে। এখন পর্যন্ত ৩২৬৯ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন ১৪৪ জন। শুধু স্কটল্যান্ডেই আক্রান্তের সংখ্যা ২৬৬।

স্কটল্যান্ডের হয়ে ৫৪টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি খেলেছেন মজিদ খান। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে দেশের হয়ে খেলেছেন সর্বশেষ। ওয়ানডেতে ৬০ উইকেট নিয়ে অনেকটা দিন দেশের সর্বকালের সেরা উইকেটশিকারি ছিলেন এই অফস্পিনার। ২০১৯ সালে তাকে ছাড়িয়ে যান সাফইয়ান শরীফ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security